ঢাকা অফিস ॥ যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা ডেরেক শৌভিনকে ২২ বছর ছয় মাসের কারাদ- দিয়েছে মিনেসোটা আদালত। শুক্রবার মিনেসোটার একটি আদালতে রায় দেয়া হয়। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। সাজা ঘোষণার পর বিচারক বলেছেন, ক্ষমতা ও কর্তৃত্বের অপব্যবহার এবং বিশ্বাসভঙ্গ করার পাশাপাশি যে নিষ্ঠুরতা ডেরেক শৌভিন দেখিয়েছেন, সে কারণে তাকে এই সাজা ভোগ করতে হবে। মিনেসোটার হেনোপিন আদালতে গত এপ্রিলে ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত হন ডেরেক। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়। গত বছরের মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর হাঁটু দিয়ে ফ্লয়েডের গলাচেপে হত্যা করেন ডেরেক। ৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তোলে। ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে ব্ল্যাক লাইভস ম্যাটারস শ্লোগানে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।
You cannot copy content of this page
Leave a Reply