ঢাকা অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদে আমাদের মনমতো প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. আবদুল মোমেন জানান, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ ১৯৩টি দেশ এক যোগে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে প্রস্তাব পাস করেছে। সবাই একবাক্যে স্বীকার করেছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। তিনি বলেন, এর আগে জাতিসংঘে রোহিঙ্গাদের নিয়ে যে প্রস্তাব পাস হয়, সেখানে আমরা ভোটদানে বিরত ছিলাম। কারণ সে সময় আমাদের প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এবার আমাদের প্রস্তাবই সবাই পাস করেছে। আমাদের মনমতোই প্রস্তাব গৃহীত হয়েছে। গত সোমবার জেনেভায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জবাবদিহি নিশ্চিত ও তাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। ২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের পর জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক প্রচেষ্টায় এবারই প্রথম কোনো প্রস্তাব বিনা ভোটে জাতিসংঘে গৃহীত হয়।
You cannot copy content of this page
Leave a Reply