নিজ সংবাদ ॥ বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধা অবধি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ। সকালে তিনি ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদের স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পন করেন। পরে তিনি আমবাড়িয়া ইউনিয়নের হালসা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশু দিবসে রচনা ও সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় কেক কেটে বঙ্গবন্ধুর জম্ম দিন পালন করা হয়। তিনি দুপুরে আসান নগর ইটভাটার শ্রমিক নিয়ে বঙ্গবন্ধুর শিশু বেলার স্মৃতিচারন করেন। তিনি নকরবাকা পুজা মন্ডপ পরিদর্শন শেষে অনুদান প্রদান করেন এবং সেখানকার মানুষদের সাথে মত বিনিময় করেন। এসময় ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply