জীবননগর প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগরে কাগজি লেবু চাষে ব্যাপক লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। ইফতারিতে শরবত তৈরি ও মুখরোচক খাবার তৈরি সহ খাবারে রুচি বাড়াতে কাগজি লেবুর জুড়ি নেই। তাই রমজানে কাগজি লেবুর চাহিদা বাড়ায় দাম বেড়েছে আগের ছাড়া তিনগুণ। অনেক চাষি বাণিজ্যিকভাবে কাগজি লেবুর বাগান তৈরি করেছেন। কেও আবার আম, পেয়ারা, কুল, মাল্টাসহ বিভিন্ন বাগানের চারিদিকে বেড়া হিসেবে লাগিয়েছেন এই লেবু গাছ। উপজেলার উথলী গ্রামের মৃত ঠান্ডু মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম জানায়, গত দুই বছর আগে তার নিজস্ব দেড় বিঘা জমিতে চায়না-৩ জাতের লেবু চাষ করে। এবছর বাগান পরিচর্যা বাবদ মোট ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে তার। প্রতি ৭-১০ দিন পর লেবু বিক্রি করছেন তিনি। বর্তমান বাজারে প্রতি পিস লেবু পাইকারি দামে বাগান থেকে ৩.৫০ টাকা বিক্রি হচ্ছে। বাগানে প্রতি তোলায় ৫-৬ হাজার পিস লেবু উঠছে। রমজান মাসে লেবুর চাহিদা বেশি থাকায় ব্যাপারীরা বাগান থেকে লেবু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এমন বাজার মূল্য থাকলে এই মৌসুমে ২ লক্ষাধিক টাকার লেবু বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। সরজমিনে বাগান ঘুরে দেখা গেছে,বাগানে মোট দেড় শতাধিক লেবু গাছ আছে। প্রতিটি লেবু গাছের থোকায় থোকায় ধরে আছে ৫০-৬০ টি লেবু। দুইজন শ্রমিক বাগান পরিচর্যা সহ গাছের গোড়ায় পানি দিচ্ছে। চাষি আশরাফুল ইসলাম নিজে বাগান দেখাশুনা করে আসছে।
এই চাষির সাফল্য দেখে আশেপাশের অনেক চাষিরা এখন ঝুঁকছেন এই সিড লেস জাতের লেবু চাষে। অনেক চাষিরা তার বাগানের গাছ থেকে কলম তৈরি করে অন্য বাগানে লেবু চাষ করছে। লেবুর পাশাপাশি গাছের প্রতিটি কলম ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আশরাফুল ইসলামের মত উপজেলার সকল চাষিরা লেবু চাষে ব্যাপক সাফল্যের আশা করছেন।
Leave a Reply