জীবননগর প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুর জীবননগর বাজারের দত্তনগর রোডে মাছ বাজারের নিকট জাহাঙ্গীর স্টোরে অভিযান চালিয়ে নকল ব্র্যান্ডের নারিকেল তেল বিক্রয়ের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। জানা গেছে, প্যারামুট নারিকেল তেলের সিএম লাইসেন্স না থাকা সত্ত্বেও পন্য মজুদ ও বিক্রি করার অপরাধে জাহাঙ্গীর স্টোরের মালিক জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও ২৪ লিটার তেল জব্দ করে থানা পুলিশের সহযোগিতায় বিনষ্ট করা হয়।
Leave a Reply