জীবননগর প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের নির্মিত ৮৫টি ঘরের মধ্যে ২৪টি ঘরের কাজ শতভাগ সম্পন্ন হওয়ায় গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) ঘরগুলো উপকার ভোগীদের নিকট হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের ওইসব ঘরের চাবিসহ জমির দলিল হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। গতকাল সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা অডিটোরিয়াম রুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এই ঘর হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছা. শারমিন আক্তার। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমূখ। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম রাসেল বলেন, জীবননগর উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রথমে ৫৫ টি পরবর্তীতে আরও ৩০ টি মোট ৮৫ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ২৪ টি ঘরের কাজ শতভাগ সম্পন্ন হওয়ায় আজ উপকার ভোগীদের নিকট জমির দলিলসহ এই ঘরের চাবি হস্তান্তর করা হয়। ৩১টি ঘরের কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এই ঘরগুলো দ্রুত উপকার ভোগীদের নিকট হস্তান্তর করা হবে। বাকি ৩০টি ঘরের কাজ ঈদের পর থেকে শুরু হবে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। নিঃস্ব হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তারই প্রেক্ষিতে বর্তমান সরকার ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন। আমরা জীবননগরে ১ম পর্যায়ে ১৮ টি, ২য় পর্যায়ে ৫০টি ও ৩য় পর্যায়ে ৮৫ টি ঘরের বরাদ্দ পেয়েছি। ঘরগুলো সঠিক তদারকির মাধ্যমে অবকাঠামো উন্নয়নসহ প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেছি। বাকি ঘরগুলোর কাজ দ্রুত শেষ করে হস্তান্তর করা হবে। জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে এই ঘরগুলো নির্মান করা হচ্ছে। তিনি এই কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply