জীবননগর প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগর ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জব্দ হওয়া দুইটি কোম্পানির দস্তা সার ধ্বংস ও বিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২ টা থেকে ৩ টা পর্যন্ত শহরের সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কৃষি বিভাগের জব্দ করা সারের গুনগত মান পরীক্ষার রিপোর্টে টরি জিংকে ৩৬ শতাংশের পরিবর্তে ১৭ শতাংশ দস্তার উপ¯ি’তি পাওয়া যায়। এছাড়াও শক্তিমান জিংক সালফেটে ৩৬ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ দস্তা পাওয়া গেছে। ভ্রাম্যমান আদালতে কনা এন্টারপ্রাইজ থেকে ১০০ বস্তা জব্দ উদ্ধার ও ৫ হাজার টাকা অর্থদন্ড ও সেতু এন্টারপ্রাইজে ১৫ কার্টুন ভেজাল সার আটক করে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সারের গুনগত মান যাচাইয়ের পর আদালতের মাধ্যমে নিম্নমানের সার ধ্বংস করা ও ব্যবসায়ীদের মানসম্মত সার বিক্রিতে সচেতনতা সৃষ্টিতে অর্থদন্ড করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply