জীবননগর প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরে ৪ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার ৮৭৮ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ১৩৩ টাকা এবং ব্যয়ও ধরা হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ১৩৩ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৭৪৫ টাকা এবং ব্যয়ও ধরা হয়েছে ৩ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৭৪৫ টাকা। গতকাল সোমবার বেলা ১১টার সময় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সম্ভাব্য বাজেট পেশ করেন। বাজেট অধিবেশন সভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সরকারি কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল হক মিল্টন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাজী মো. ওবাইদুল ইসলাম, সাংবাদিক সালাউদ্দীন কাজল প্রমুখ। এ সময় জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান মো. রবিউল হক বিশ্বাস, উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ শাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply