ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে উপজেলার খোসালপুর ও যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে চারজন পুরুষ, পাঁচজন নারী ও সাত শিশুকে আটক করে। অপরদিকে বেলা ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে তিনজনকে আটক করা হয়। আটকদের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ, খুলনা সদর ও বাটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply