তরিকুল ইসলাম তারেক ॥ পোস্টার ছেঁড়া, মাইক ভাঙচুর ও নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার মধ্যদিয়ে চলছে ঝিনাইদহ পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা। পৌর নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য প্রার্থীদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্র“তির পাাশাপাশি প্রতীক বরাদ্দের পর থেকে একের পর এক সহিংস ঘটনায় প্রার্থীরা যেমন একের দোষ অন্যের উপর চাপাচ্ছেন পাশাপাশি ভোটার ও সুষ্ঠু ভোটদানের পরিবেশ নিয়ে শঙ্কিত রয়েছেন। প্রাচীনকালের ঝিনুকদাহ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের তোরণ হিসেবে পরিচিত ঝিনাইদহ। ১৯৫৮ সালে ঝিনাইদহের প্রাণ কেন্দ্রে ২০টি মৌজার ৩২.৪২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ৯টি ওয়ার্ড সমন্বয়ে ১৯৯১ সালে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়। মৌজাগুলি হলো পবহাটি, গোবিন্দপুর, ভূটিয়ারগাতী, ক্ষুদ্রপাড়া, দরিগোবিন্দপুর, শিকারপুর, ছোট কামার কুন্ডু, কাঞ্চনরুর, হামদহ, ঝিনাইদহ, কালিকাপুর, কাঞ্চননগর, খোর্দ্দ ঝিনাইদহ, মুারীদহ, খাজুরা, লক্ষিকোল, মথুরাপুর, গোবিন্দপুর, মহিষাকুন্ডু ও আরাপপুর সমন্বয় গঠিত ঝিনাইদহ একটি বর্গাকৃতি পৌরসভা। মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ২৫২ জন (পুরুষ ৩১০৩৭ জন ও মহিলা ৩২,২১৫ জন)। সরজেমিনে গিয়ে দেখা গেছে, পোস্টার ব্যানারে চেয়ে গেছে গোটা পৌর এলাকা। নৌকা প্রতীকে আওয়ামী লীগ থেকে এবার মেয়র পদে মোঃ আব্দুল খালেক মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের আর্শীবাদ নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আব্দুল খালেক বলেন, ঝিনাইদহবাসীকে একটি দূর্নীতিমুক্ত মডেল পৌরসভা উপহার দিতে চাই। আমার প্রতি মানুষের অগাধ ভালোবাসা, দোয়া ও সহযোগিতা রয়েছে বিধায় ভোটারগণ আমাকে মেয়র পদে নির্বাচিত করবেন। পাশাপাশি তিনি আরও বলেন, পৌরসভায় একটি দুষ্টু চক্র রয়েছে যারা পৌরবাসীর উন্নয়ন চায় না। বিশেষ করে তিনি স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলকে (নারিকেল গাছ মার্কার) ইঙ্গিত করে বলেন, তিনারা কালো টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে। সাধারণ মানুষকে টাকার লোভ দেখিয়ে ভোট কেনার পাঁয়তারা করছে। নিজেদের পোস্টার, প্রচার মাইক ভাংচুর করে আমাদের উপর দায় দিচ্ছে।
অপরদিকে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল (নারিকেল গাছ মার্কার) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছে। একাধিক সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল সম্প্রতি তার এলাকায় এখন থেকে সময় দিচ্ছে। করোনা নামক মহামারীতে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে থেকে আর্থিকভাবে সহযোগীতা করে এলাকার বহু মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। শাহরিয়ার জাহেদী হিজল অভিযোগ করেন বলেন- ক্ষমতাশীল দলের লোকেরা আমার বাড়ি ঘর ভাঙচুর পোস্টার ছেঁড়া, মাইক ভাঙচুর ও নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে পৌর নির্বাচনের বিঘœ ঘটিয়ে চলেছে।
অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান মাসুম (মোবাইল ফোন মার্কা)। একটি আধুনিক জনবান্ধব, নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে, পৌরসভার ৯টি ওয়ার্ডে চালাচ্ছেন ব্যাপক প্রচার-প্রচারণা। ভোটারদের বাড়ী বাড়ী যেয়ে চাচ্ছেন দোয়া। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি আশাবাদী জনগণ আমাকে জয়ী করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে মাওলানা সিরাজুল ইসলাম (হাতপাখা মার্কা) নিয়ে মেয়র পদে লড়ছেন।
Leave a Reply