ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের শৈলকূপার বাগুটিয়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। তাদের মেয়েও করোনা পজিটিভ। মৃতরা হলেন-বাগুটিয়া গ্রামের নুর ইসলাম (৬০) ও তার স্ত্রী রাহেলা খাতুন (৫০)। পরিবার সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টায় মুমূর্ষু অবস্থায় রাহেলা খাতুনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামী নুর ইসলামের অবস্থার অবনতি হলে শৈলকূপা থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। করোনা ইউনিটে বেলা ১১টা দিকে তিনিও মারা যান। শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. একে এম সুজায়েত হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাহেলা খাতুন ও তার স্বামী করোনায় আক্রান্ত হয়ে গত ১০ দিন ধরে বাড়িতে ভুগছিলেন। সকালে রাহেলাকে মৃত অবস্থায় পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে মরদেহের নমুনা টেস্ট করলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তার স্বামী নুর ইসলামও করোনায় মারা গেছেন।
You cannot copy content of this page
Leave a Reply