ঝিনাইদহ প্রতিনিধি ॥ পাবনার হেযবুত তওহীদের সদস্য সুজনের খুনীদের বিচার ও সদস্যদের জীবন-সম্পদের নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদ। এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি মোঃ শামসুজ্জামান মিলন। ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ আজমল হোসাইন, জেলার সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিলন। রাজনৈতিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মাগুরা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ শামীম আশরাফ প্রমুখসহ জেলার নেতাকর্মী। উল্লেখ্য, ২৩ আগস্ট পাবনার হেমায়েতপুর থানা কার্যালয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে উপস্থিত ১৫/১৬ জন সদস্যকে এলোপাথাড়ি মারধর করে। এসময় অনেকে গুরুতর আহত হয়। তাদের মধ্যে চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়ার পর সুজন মন্ডল নামে একজন সদস্য সেখানে মারা যান। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে সাত আসামিকে আটক করে পুলিশ।
You cannot copy content of this page
Leave a Reply