ক্রীড়া প্রতিবেদক ॥ প্রত্যাশার চেয়ে বেশি মূল্যে সম্প্রচার স্বত্ব কিনেছে ব্যান-টেক নামের একটি বিজ্ঞাপনী সংস্থা। তারা আবার আসন্ন লঙ্কান সিরিজের টিভি স্বত্ব বিক্রি করেছে দুই টিভি চ্যানেল- গাজী টিভি ও টি স্পোর্টসের কাছে। ফলে আসন্ন সিরিজটি দেখা যাবে ওই দুই টিভিতে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে আগামী দুই বছর আইসিসি’র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশের মাটিতে গড়ানো যাবতীয় খেলা তারাই সম্প্রচার করবে। সবমিলিয়ে ৯টি হোম সিরিজে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ব্যান-টেকের প্রধান নির্বাহী এ জি এম সাব্বির বিসিবিকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘আমরা আগামী দুই বছর তাদের ১৬১ কোটি ৫০ লাখ টাকা দিবো। হোম সিরিজে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। হোমে সিরিজের ভ্যালুটা সব সময়ই বেশি। আশা করি বিজ্ঞাপন দাতারা আগ্রহী হয়ে উঠবেন। কেননা, ক্রিকেট আমাদের বিনোদন মাধ্যম।’ টিভি স্বত্ব গাজী টিভি ও টি-স্পোর্টসের কাছে বিক্রি করলেও প্রোডাকশন খরচ বহন করবে বিসিবি। সেক্ষেত্রে মূল টাকার অংকটাও কমে যাচ্ছে, প্রোডাকশন খরচ এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের ফ্লোর প্রাইস ১৫০ কোটি টাকা। এর চেয়ে কিছু বেশি অর্থে স্বত্ব বিক্রয় করতে পেরেছি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের প্রতিটি ম্যাচ তারা সম্প্রচার করবে। বিডিংয়ে একমাত্র ব্যান-টেকই অংশ নিয়েছে।’
You cannot copy content of this page
Leave a Reply