ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিক সমিতির ডিজিটাল নিবন্ধন বিএনডিআর কার্যক্রম ঢাকার বাইরে প্রথম কুষ্টিয়া ডায়াবেটিক সমিতিতে শুভ উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের সুবিধা হল দেশব্যাপী সকল ডায়াবেটিস রোগীকে একটি ইউনিক নাম্বার দিয়ে ডিজিটাল নিবন্ধন দেওয়ায় যে কর্মসূচি গ্রহণ করেছে ঢাকার বাইরে সেই কার্যক্রম শুরু হল । এই কর্মসূচির দ্বারা ডায়াবেটিক রোগী তার কমন আইডি নাম্বার দিয়ে দেশের যেকোন সমিতিতে গিয়ে চিকিৎসাসেবা নিতে পারবে। এদিকে বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে অনলাইনে ভার্চুয়াল যুক্ত হয়ে ঢাকার বারডেম চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বক্তব্য রাখেন । তিনি বলেন, আজকে একটি স্মরণীয় দিন কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী কৃতিসন্তান বিচারপতি রাধাবিনোদ পাল স্মরণে কুষ্টিয়াতে এই নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কুষ্টিয়ার ইতিহাসে মুজিবুর রহমান ডায়াবেটিক হাসপাতাল পাওনিয়র হিসেবে স্মরণীয় হয়ে থাকবে । ভার্চুয়ালি সভায় কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে উপস্থিত ছিলেন বারডেমের পরিচালক ফারুক আজম খান এবং তার টিম, মুজিবুর রহমান ডায়াবেটিক হাসপাতালে সার্বিক সফলতা তিনি কামনা করেন স্বাগত বক্তব্য কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন। তিনি বলেন- আমাদের জন্য আজ দিনটি আনন্দের এই নিবন্ধন কার্যক্রম এর দ্বারা রোগীরা সকল সুবিধা পাবে। সভাপতির বক্তব্যে মতিউর রহমান লাল্টু ঢাকার বাইরে কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে ডিজিটাল নিবন্ধন কার্যক্রম বারডেম কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন, ডায়াবেটিস রোগের যে ভয়াবহতা বিশ্বব্যাপী দেখা দিয়েছে তা থেকে মুক্তি পেতে এই নিবন্ধন কার্যক্রম দ্বারা রোগীরা বিশেষভাবে উপকৃত হবে তিনি বিশ্ব ডায়াবেটিস দিবসের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এম এ সামাদ কো- অর্র্ডিনেটর বাংলাদেশ নেশন ওয়াইড ডিজিটাল ডায়াবেটিক রেজিস্ট্রি, ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক কো-অর্ডিনেটর বিএনডিআর, ডাক্তার ফারিয়া আফসানা সহযোগী অধ্যাপক ও সদস্য বিএনডিআর স্টিয়ারিং কমিটি, বিশ্বজিৎ মজুমদার সদস্য বিএনডিআর স্টিয়ারিং কমিটি । সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply