কাঞ্চন কুমার ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত সুলতানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদরাসার হলরুমে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। এসময় তিনি বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে। শিক্ষক সমাজ নিরলসভাবে আলোকিত মানুষ গড়ার কাজটি করে থাকে। ডিজিটাল বাংলাদেশ গঠন ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে অধুনিক শিক্ষার বিকল্প নেই। মানসম্পন্ন আধুনিক ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে। সমাজে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিন রাষ্ট্র ও সমাজ পরিচালনা করবে। তাই তোমাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি ক্ষতিগ্রস্থ হবে। শিক্ষার্থীদেরকে সৎ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কিছু সমস্যা রয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দুর্নীতির সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম অস্বাভাবিকভাবে উঠানামা করাচ্ছে। আমি মনে করি এটা ব্যবসা না অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের লুট এবং দিনে-দুপুরে ডাকাতি। এই সিন্ডিকেট একদিকে যেমন শেখ হাসিনা সরকারের বদনাম করছে অন্যদিকে সাধারণ জনগনের পেটে লাথি মারছে” বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সাবেক তথ্যমন্ত্রী বিএনপি নেতাদের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা জনগনের সমস্যা নিয়ে কথা বলুন, আইনের শাসন নিয়ে কথা বলুন। কিন্তু যারা আইন লঙ্ঘন করে চুরি চামারি করেছে, মানুষ খুন করেছে, সম্পদ পাচার করেছে সেই সব নেতা-নেত্রীদের মুক্ত করার আন্দোলনটা কার্যত চোর ডাকাতের আন্দোলনে পরিনত হবে।”
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার আফতাব উদ্দিন খান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান। মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আলম আলী ও সহকারী মৌলভী আব্দুল্লাহ-আল-মামুনের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্মৃতি কণা বিশ্বাস, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, মাদ্রাসার গভর্ণিং বডির বিদ্যোৎসাহি সদস্য রাশেদুজ্জামান রিমন, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, সালাউদ্দিন, নাসির উদ্দিন টোকন, আতিয়ার রহমান প্রমুখ। এর আগে সংসদ সদস্য হাসানুল হক ইনু চিথলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। পরে তিনি এসএনএকে দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন ও কুণ্ঠিয়ারচর-মাজিহাট মাদ্রাসার জামে মসজিদের উদ্বোধন করেন।