ঢাকা অফিস ॥ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় চলতি বছরের ৪ ও ৫ ডিসেম্বর ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ করতে যাচ্ছে সরকার। যেসব ব্যক্তি সত্যিকার অর্থে শান্তির জন্য কাজ করছেন, সে ধরনের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়কসহ বিভিন্ন ব্যক্তিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে বঙ্গবন্ধু পুরস্কার প্রদানের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার। গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ জাতীয় পুরস্কার দিয়ে থাকে, যেমন- ভারতে গান্ধী পুরস্কার দেওয়া হয়। শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুর নামে পুরস্কার দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি বলেন, ইউনেস্কোর সঙ্গে বঙ্গবন্ধুর নামে ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, এখানে রাষ্ট্র বা সরকার-প্রধানকে আমন্ত্রণ জানানোটা উদ্দেশ্য নয়। বরং শান্তির জন্য যারা সত্যিকারভাবে চেষ্টা করছেন, তাদের জন্য এটি একটি মহাসম্মেলন হবে। সম্মেলনটি সরাসরি করার পরিকল্পনা নিয়েছে সরকার জানিয়ে তিনি বলেন, সেই সময় মহামারি পরিস্থিতির উন্নতি হলে আমরা অনুষ্ঠানটি সরাসরি করবো।
যুক্তরাজ্যের রিপোর্ট গ্রহণযোগ্য নয়: যুক্তরাজ্য থেকে প্রকাশিত মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্টটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের ওই রিপোর্ট তথ্য নির্ভর নয়। নিজের দেশের অবস্থা ভালো করতে পারে না কিন্তু অন্যান্যের উপদেশ দেয় জানিয়ে তিনি বলেন, গঠনমূলক তথ্য দিলে সেটি কাজে আসবে কিন্তু বানোয়াট তথ্য দিলে সেটি কোন উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে বলে সবাই মনে করবে। তিনি বলেন, তারা উপদেশ দিতে আসে কিন্তু এটি গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে গত রোববার তলব করা হয়েছিল এই রিপোর্টের বিষয়ে কথা বলার জন্য এবং তিনি কি বলেছেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি স্বীকার করেছেন তাদের রিপোর্ট আরও তথ্যনির্ভর হওয়া উচিত ছিল। তিনি আমাদের উদ্বেগ তার সদর দপ্তরে জানাবেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের বিদেশে বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে লেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের টাকা-পয়সা আছে, একটি এনজিওকে কাজে লাগিয়ে দেয়। কোনও দেশে ফেরেশতা নয় কিন্তু কাউকে খামোখা দোষারোপ করা নিম্ন মন-মানসিকতার পরিচায়ক বলে অভিহিত করেন তিনি।
You cannot copy content of this page
Leave a Reply