নিজ সংবাদ ॥ জাতীয় নেতা এএইচ এম কামরুজ্জামানের উত্তরসুরী এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটর অন্যতম সদস্য ও কুষ্টিয়ার দৌলতপুরের কৃতি সন্তান ড. মোফাজ্জেল হক। তিনি এক অভিনন্দন বার্তায় জানান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এএইচ এম কামরুজ্জামান দেশের জন্য জীবন দিয়েছেন। তাঁরই উত্তরসুরী এএইচএম খায়রুজামান লিটন তিনি রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র। যোগ্য উত্তরসুরী হিসেবে তিনিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের একজন সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন। স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়েছে। খায়রুজ্জামান লিটনকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোফাজ্জেল হক।
Leave a Reply