ক্রীড়া প্রতিবেদক ॥ ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ সাবেক লঙ্কান অলরাউন্ডার টি এল ফার্নান্ডো হার্ট অ্যাটাক করেছেন। অসুস্থ হয়ে তিনি এখন রাজধানী ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন। শিগগিরই বাইপাস সার্জারি করাতে হবে ৫৮ বছর বয়সী ফার্নান্ডোর। গত মঙ্গলবার থেকে শনিবার দুপুর অবধি টি এল ফার্নান্ডো ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। শনিবার দুপুরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকাই ক্লাব ক্রিকেটে প্রায় একযুগের নিয়মিত পারফরমার ফার্নান্ডো। ক্যারিয়ারের বড় সময় আবাহনীর হয়ে খেলেছেন এ লঙ্কান ক্রিকেটার। গত বছর তিনেক যাবত বাংলাদেশেই আছেন ফার্নান্ডো। এদেশেই ব্যবসা করেন। অসুস্থতার খবর পেয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন তাকে বারডেম হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। সেখান থেকে শনিবার দুপুরে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সানোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আমি মঙ্গলবার ফার্নান্ডোর ফোন পেয়ে তার বাসায় যাই। সে আমাকে বলে আমি খুব অসুস্থ। পরে কথা বলে জানি তার বুকে ব্যথা। তাৎক্ষণিকভাবে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাই। পরে এনজিওগ্রামে তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়েছে। অতি অবশ্যই বাইপাস সার্জারি করতে হবে। তাই আমরা গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে এসেছি। যেহেতু তার ডায়াবেটিক্স সহ আরও আনুষঙ্গিক সমস্যা আছে। তাই কদিন পর হয়ত তার বাইপাস সার্জারী করতে হবে।
You cannot copy content of this page
Leave a Reply