ঢাকা অফিস ॥ তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। তাইপে জানায়, মঙ্গলবার দেশটিতে চীনের ২৮ টি যুদ্ধ বিমান প্রবেশ করে। এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় অণুপ্রবেশের ঘটনা। আকাশ নিরাপত্তার জন্য চিহ্নিত এয়ার ডিফেন্স জোনে বিমান গুলো প্রবেশ করে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এগুলোর মধ্যে রয়েছে নিউক্লিয়ার বোমা বহনে সক্ষম যুদ্ধ বিমানও। বিমানগুলো দেশটির বেশ কয়েকটি অঞ্চলের কাছ দিয়ে প্রদক্ষিণ করে। তাইওয়ান নিজেকে স্বায়ত্তশাসিত রাষ্ট্র বলে দাবি করলেও চীন দেশটিকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে। এদিকে ন্যাটো সম্মেলনে যোগ দেয়া পশ্চিমা নেতাদের চীনের সামরিক হুমকি সম্পর্কে কড়া বার্তা দেয়ার মাত্র একদিন পরই এই অণুপ্রবেশের ঘটনা ঘটলো।