নিয়ামুল হক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া মধ্যপাড়া বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মানের জন্য অর্থসহায়তা দিয়েছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। গতকাল সকালে তালবাড়িয়া ইউনিয়ন জাতীয় যুবজোটের সভাপতি সাকিল বাবু ও সংগঠনের অন্যান্য কর্মীর উপস্থিতে প্রবীণ জাসদ নেতা আকমল মাষ্টারের নিকট এ অর্থ তুলে দেন ও মধ্যপাড়া পুরাতন জামে মসজিদে মুসল্লিদের বৈদ্যুতিক সেবা গ্রহনে একটি জেনারেটর প্রদান করেন। এসময় তালবাড়িয়া ইউনিয়ন জাতীয় যুবজোটের সহ-সভাপতি রনি শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক মাহামুদ হাসান চন্দন, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বর মুক্তার হোসেন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকা সুত্রে জানা যায় চারুলিয়া মধ্যপাড়া বিলে দীর্ঘদিন জলাবদ্ধতার কারনে কোন ফসল আবাদ করা সম্ভব হয় না। একটু বৃষ্টি হলেই বিলে পানি জমে যায় এবং ঐ পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় প্রায় ৫০ হেক্টর জমি অনাবাদি হয়ে আছে। সেই অনাবাদি জমি আবাদের আওতায় আনার জন্য মাননীয় সাংসদ স্থানীয় নেতা সাকিল বাবুর মাধ্যমে এ অর্থ সহায়তা দেন। এ সমস্যা সমাধানের জন্য কৃষকরা মাননীয় সাংসদকে ধন্যবাদ জানান।
Leave a Reply