নিজ সংবাদ \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রমজান শেষে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার জন্য ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল তার নিজস্ব তহবিল থেকে ইউনিয়নের গরিব, দুস্থ, অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গিসহ নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করেছেন।
গতকাল ৬ মে বৃহস্পতিবার চেয়ারম্যানের নিজ বাসভবনে, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক টনি মন্ডলের সার্বিক তত্বাবধানে। প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম। বিশেষ অতিথি তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আমিরুল ইসলাম, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের উপস্থিতিতে ১৫’শ নারী পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গিসহ নগদ অর্থ বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক টনি মন্ডল জানায়, একটি অসহায় মানুষ যাতে বাদ না পড়ে সেদিকে খেয়াল রেখে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। এবং আমরা চেষ্টা করবো যাতে কোন অসহায় মানুষ বাদ না পড়ে। চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল সাংবাদিকদের জানায়, প্রতি বছরের ন্যায় এবছর ও সাধারণ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য, গরীব ও অসহায় মানুষের হাতে নতুন পোষাক তুলে দিয়েছি। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর এ প্রচেষ্টা আমার পক্ষ থেকে চলমান থাকবে। আমি সব সময় জনগণের সাথে আছি। আমি যতদিন বেচে থাকবো সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের নিজস্ব তহবিল থেকে অসহায় মানুষ নতুন কাপড় ও নগদ অর্থ ঈদ উপহার হিসেবে পেয়ে একদিকে যেমন তারা অনেক খুশি অপর দিকে ভূয়সী প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান। সাধারণ মানুষ জানায় আমরা আবারো আব্দুল হান্নান মন্ডলকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
You cannot copy content of this page
Leave a Reply