ভেড়ামারা অফিস ॥ কুষ্টিয়ার জেলার ভেড়ামারা উপজেলাধীন তাহের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোহাম্মদ জামারুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।নির্বাচিত সভাপতি মো: আব্দুল আলীম স্বপন প্রায় সাড়ে তিন লাখ টাকার অনিয়মের অভিযোগ করেছেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরাবর। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ২৮/১১/২০২১ ইং তারিখে মৃত্যুবরণ করলে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জামারুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। যা আভ্যন্তরীণ অডিটে ধরা পড়ে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্তে তার বিএড সনদ অবৈধ ঘোষণা করে। রিপোর্ট উল্লেখ করে যে, বেসরকারী বিশ্ববিদ্যালয় (শান্তা মরিয়ম) থেকে বিএড প্রশিক্ষণ করায় তার বিএড সনদ গ্রহণযোগ্য না হওয়ায় তার সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বিধি সম্মত হয়নি । কাজেই তিনি সরকারি বেতন ভাতা পাবেন না, এবং ০১/০১/২০১৬ তারিখ থেকে ৩১/০১/২০১৭ তারিখ পর্যন্ত গৃহীত ৩,০৯,৪০০/= টাকা সরকারী কোষাগারে ফেরত যোগ্য। যা আজ পর্যন্ত ফেরত প্রদান ক?রেনি।
You cannot copy content of this page
Leave a Reply