ঢাকা অফি ॥ দেশের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। এখন তিনি অভিনয়ে অনিয়মিত। দীর্ঘ তিন বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী। ঈদুল আজহার জন্য নির্মিত বিশেষ নাটক ‘লাইফলাইন’ দিয়ে কাজে ফিরলেন সুমাইয়া শিমু। সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখানে সুমাইয়া শিমুর সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘সুমাইয়া শিমুকে নিয়ে দারুণ একটি কাজ হলো। নাটকটির নাম ‘লাইফলাইন’। আশাকরি নাটকটি সবার ভালো লাগবে।’সুমাইয়া শিমু গণমাধ্যমকে বলেন, ‘অভিনয়ের কারণেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি আমি। বিশেষ করে দর্শক আমার অভিনীত নাটক যেভাবে দেখেছেন তাতে আমি সারা জীবন কৃতজ্ঞ। তাদের কথা বিবেচনায় রেখেই প্রায় তিন বছর পর অভিনয়ে ফেরা।’
You cannot copy content of this page
Leave a Reply