নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ডাক্তার তোফাজ্জুল হেলথ সেন্টারে শনিবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ এফ এম আমিনুল হক রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, জাসদ নেতা মিজানুর রহমান মির্জা, উর্মি কসমেটিকস এর স্বত্বাধিকারী আনোয়ারুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রতন বলেন- সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি করোনা মোকাবিলায় প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্লিনিকের সকল কর্মকর্তা-কর্মচারী এবং ফার্মাসিটিক্যালস কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল আনন্দপূর্ণ। করোনা আক্রান্ত হয়ে যত জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছেন অনুষ্ঠানে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply