নিজ সংবাদ ॥ চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে গতকাল শনিবার ভারত থেকে আসা বাংলাদেশীদের ৩৬জনকে কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাসযোগে তাদের কুষ্টিয়া প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) আনা হয়। এদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১১ জন ও শিশু রয়েছে একজন। ২৬ জন পিটিআইয়ে এবং বাকি ৯জন হোটেল নূর ইন্টারন্যাশনালে থাকবে।
এসময় সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, আগে থেকেই কুষ্টিয়া প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) বীরপ্রতীক তারামন বিবি হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত রাখা হয়। ভারত থেকে আসা ব্যক্তিদের সেখানে পৃথক পৃথক কক্ষে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের এক কক্ষে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে তাদের বাধ্যতামূলক ভাবে নিজ খরচে খাবার খেতে হচ্ছে। আজ রোববার ও আগামীকাল সোমবার আরও এক’শ জন আসতে পারে। তাদের অন্য দুটি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রাখা হবে।
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ৩৬ জনের করোনা পরীক্ষার জন্য রবিবার (আজ) সকালে নমুনা সংগ্রহ করা হবে। একইদিন পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া আগত যারা অসুস্থ বা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসকের পরামর্শে সেবা দেওয়া হবে। এজন্য একটি কমিটি গঠন করাও আছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, পিটিআই এলাকায় সার্বক্ষনিক অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে। এখানে থাকা কোন ব্যক্তিই কোনভাবেই বাইরে যেতে পারবে না। ভেতরে থাকতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।