নিজ সংবাদ ॥ দীর্ঘ ২২ দিন করোনার সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া বিএডিসি (সার) সহকারী ব্যক্তিগত কর্মকর্তা লুৎফুন নাহার রিনা (৩৫) (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাইহে রাজিউন)। তিনি কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার রাসেলের সহধর্মিণী। দীর্ঘদিন ২২ দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএডিসি (সার) সহকারী ব্যক্তিগত কর্মকর্তা লুৎফুন নাহার রিনা মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের আবু জাফরের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রিনার গ্রামের বাড়ি জোড়পুকুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে রিনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার। উল্লেখ্য, বিএডিসি কর্মকর্তা লুৎফুন নাহার রিনার স্বামী রাসেলও করোনা পজেটিভ ছিলেন। তিনি সুস্থ হলেও স্ত্রী রিনা করোনা সাথে যুদ্ধ করে পরাজয় মেনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
You cannot copy content of this page
Leave a Reply