ক্রীড়া প্রতিবেদক ॥ ফরাসি ওপেনে দুর্বার গতিতে ছুটছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। সহজ জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন এই দুই তারকা। রোলাঁ গাঁরোয় শনিবার ব্রিটেনের ক্যামেরন নরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারান তৃতীয় বাছাই নাদাল। শীর্ষ বাছাই জোকোভিচ ৬-১, ৬-৪, ৬-১ গেমে জেতেন লিথুনিয়ার রিকার্দাস বেরানকিসের বিপক্ষে। গত আসরের ফাইনালে জোকোভিচকে হারিয়ে টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ (২০) গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। একই সঙ্গে ক্লে কোর্টের রাজা ফরাসি ওপেনে শিরোপা জয়ের রেকর্ডটাকে নিয়ে যান সবার ধরাছোঁয়ার বাইরে, ১৩টি। এবার সেমি-ফাইনালে দেখা হয়ে যেতে পারে নাদাল ও জোকোভিচের।
You cannot copy content of this page
Leave a Reply