ঢাকা অফিস ॥ থাইল্যান্ডে আটকেপড়া ৬১ জন বাংলাদেশি নাগরিককে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তাদের দেশে আনা হয়েছে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪০৮৯ ফ্লাইটটি গতকাল রোববার ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, থাইল্যান্ডে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে অন্য আরও কয়েকটি দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন। আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply