ঢাকা অফিস ॥ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও দেশটির সরকারি সেনাদের সাথে তালেবানদের তুমুল যুদ্ধের মধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে এক হাজারেরও বেশি আফগান সেনা। সোমবার স্থানীয় সময় সকালে তালেবান যোদ্ধাদের সাথে যুদ্ধের একপর্যায়ে পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে যান তারা। সেনারা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে বলে নিশ্চিত করেছে তাজিকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী। একদিনে এত সংখ্যক আফগান সেনা পালিয়ে যাবার ঘটনায় সীমান্তে দুই হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে তাজিকিস্তানের রাষ্ট্রপতি ইমোমালি রাখমন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশটির উত্তরাঞ্চলে আফগান সেনা ও তালেবানদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সমাপ্ত করার কথা। তবে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার পর দেশটির সরকারের সামরিক নিরাপত্তা ভেঙ্গে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
You cannot copy content of this page
Leave a Reply