নিজ সংবাদ ॥ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও দৈনিক কুষ্টিয়া বার্তা’র ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় শহরের এন এস রোডস্থ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কুষ্টিয়া জেলা অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় ১৫ আগস্ট ও স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি সরকারি কৌশুলী আ স মা আক্তারুজ্জামান মাসুম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল জলিল, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার প্রকাশক ও সম্পাদক চৌধুরী মুর্শেদ আলম মধু, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের ডাক পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মুকুল খসরু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক যুগান্তর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ এম জুবায়েদ রিপন, দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ খাদেমুল ইসলাম।
You cannot copy content of this page
Leave a Reply