নিজ সংবাদ ॥ আসছে আগামী ৩ মার্চ ২০২৩ তারিখে কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সত্যখবর পত্রিকা ১২তম বর্ষে পদার্পণ করবে। ১ যুগপূর্তি পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার খেঁয়া রেস্তোরায় পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সত্যখবর মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন দৈনিক সত্যখবর পত্রিকার নির্বাহী সম্পাদক ও সত্যখবর মিডিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আল শাহরিয়ার রহমান উল্লাস, সহ-সম্পাদক মীর আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক জিল্লুর রহমান, সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বার্তা সম্পাদক শাহরিয়ার ইমরান, সিনিয়র ষ্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, সিনিয়র ষ্টাফ রিপোর্টার মাহমুদ আল হাফিজ অভি, চীফ রিপোর্টার আলামিন খান রাব্বি, চীফ আইটি জিকু, ষ্টাফ রিপোর্টার এম সোহাগ হাসান, ষ্টাফ রিপোর্টার (মিরপুর) আলম মন্ডল, ষ্টাফ রিপোর্টার প্রকৌশলী জুয়েল রানা, ষ্টাফ রিপোর্টার প্রকৌশলী রাকিব হাসান কুরবান, ভেড়ামারা প্রতিনিধি আনোয়ার পারভেজ শান্ত, সত্যখবর পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম প্রধান, পত্রিকার সার্কলেশন ম্যানেজার ইকবাল হোসেন বাবু। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সত্যখবর পত্রিকার সহ-ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন, মশুক আহমেদ, শহর প্রতিনিধি ইমদাদুল হক মিলন, শহর প্রতিনিধি বিপ্লব আহমেদ, পোড়াদহ প্রতিনিধি জাহিদ হাসান জনি, সাংস্কৃতিক প্রতিনিধি কবির হাসান বকুল, ফটো সাংবাদিক রজব ইসলাম, সত্যখবর পত্রিকার প্রতিনিধি আরিফুজ্জামান খান, আরিফ বিল্লাহ অন্নম, পলাশ আহমেদ প্রমুখ। আগামী ৩ মার্চ ২০২৩ ইং তারিখে শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জমকালো আয়োজনে মধ্য দিয়ে পত্রিকার যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
You cannot copy content of this page
Leave a Reply