দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী আল্লারদর্গায় বেলাল এন্ড জামান মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় আল্লারদর্গা পশুহাট গলির নতুন ভবনে এ মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবীবী রোকন। বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মোঃ শরিফুল ইসলাম মাষ্টার বলেন, অত্যাধুনিক ডিজিটাল ল্যাব, এক্সরে ও সনোসহ যাবতীয় রোগ নির্ণয়ের যন্ত্রপাতি সমৃদ্ধ আধুনিক মানের মেডিকেল সেন্টার, যেখানে সব সময় একদল তরুন মেধা সম্পন্ন ডাক্তার ২৪ ঘন্টা রোগী দেখবেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাহতামিম মৌলানা সামসুল হক, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরী, মখলেচুর রহমান মাষ্টার, ডাক্তার বেলাল হোসেন, ডা. এম. আর. রইচুজ্জামান, ডা. শাহরিয়ার সবুজ, ডা. সুমন প্রমুখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মেডিকেল সেন্টার মানবসেবা মূলক একটি প্রতিষ্ঠান, গরীব-দুঃখি মানুষের সেবার উদ্দেশ্যে কাজ করে যেতে হবে, কোন মানুষ যেন প্রতারণার শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
You cannot copy content of this page
Leave a Reply