দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের দূর্গম চিলমারীর চরে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এসএমসি কোম্পানীর সহায়তায় এ স্বাস্থ্য কিট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু ও চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নানসহ এসএমসি কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। এছাড়াও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার চিলমারীতে পুলিশ ফাঁড়ি নির্মাণ, স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবণ নির্মাণের সম্ভাব্যতা যাচাই, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মাণ ও মহিষের বাথান নির্মাণসহ বিভন্ন উন্নয়নমূলক কাজের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিন পরিদর্শন করেন।
Leave a Reply