দৌলতপুর প্রতিনিধি ॥ সাংবাদিক পরিচয়দানকারী কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ধর্মদহ ও গড়–ড়া গ্রামের দুই শীর্ষ মাদক ব্যবসায়ী ১৫বোতল ফেনসিডিলসহ রাজবাড়ীতে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। মোটরসাইকেল যোগে মাদক পাচারকালে শনিবার রাতে তাদের গ্রেফতার হয়। এরা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের এবিএম গোলাম মোস্তফার ছেলে আবু সাইদ বিন মোস্তফা (২৫) ও পার্শ্ববতী গড়–ড়া গ্রামের মোয়াজ্জেম ইসলামের ছেলে সুমন (২৪)। মোটরসাইকেলে সাংবাদিক ষ্টিকার লাগিয়ে দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজবাড়ী ডিবি পুলিশ সূত্র জানায়, সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে মাদক পাচারকালে গোপন সংবাদ পেয়ে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রাজবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, দৌলতপুরে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, চঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত রয়েছে একটি চক্র। ক’দিন আগে সাংবাদিক পরিচয় দিয়ে ভাগজোত এলাকার দুই শীর্ষ চাঁদাবাজ একটি বেসরকারী ক্লিনিকে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় দৌলতপুর থানায় ভূক্তভোগী ক্লিনিক মালিক দৌলতপুর থানায় অভিযোগ দিলেও পুলিশ অজ্ঞাত কারণে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা না নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে। সাংবাদিক পরিচয়দানকারী এসব মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ও পেশাদার গণমাধ্যম সংগঠন।
You cannot copy content of this page
Leave a Reply