দৌলতপুর প্রতিনিধি ॥ করোনা স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও সংক্ষিপ্ত পরিসরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্। এসময় দৌলতপুর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও শিক্ষক নেতা মজিবর রহমানসহ কয়েকজন দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামানার বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।