দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় করোনা নিয়ন্ত্রন ও প্রতিরোধে কি কি করনীয় সেসব বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, প্রাগপুর বিজিবি কোম্পানী কান্ডার সুবেদার আমজাদ হোসেন, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ও সাংবাদিক শরীফুল ইসলাম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় করোনা সংক্রমনরোধে সকলকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা, করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার করার সিদ্ধান্ত হয়। এছাড়াও করোনা সংক্রমনরোধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে এমন সিদ্ধান্তও হয়।
You cannot copy content of this page
Leave a Reply