দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সোহাগ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঢাকিপাড়া তেমাদিয়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের খড়িবুনা গ্রামের মনিরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সোহাগ শনিবার দুপুর ২টার দিকে পদ্মা নদীতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আরে বাড়ি ফিরেনি। গতকাল রবিবার দুপুর ২.৩০টার দিকে তার লাশ ঢাকিপাড়া তেমাদিয়া মাঠে পড়তে থাকতে দেখে স্থানীয় এক কৃষক বাড়ির লাকজনকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে এটা হত্যা না আত্মহত্যা পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। কিশোরের লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, মাঠের মধ্যে এক কিশোরের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু রহস্য নিশ্চিত হওয়া যাবে।
You cannot copy content of this page
Leave a Reply