দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২২-২০২৩ খরিফ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ। উপস্থিত ছিলেন, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ। দৌলতপুর কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৯০০ জন কৃষরে মাঝে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply