দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সান্টু নামে এক কৃষকের পানক্ষেতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে কে বা কারা ওই কৃষকের পানবরজে আগুন জ্বালিয়ে দেয়। এতে তার ৪০ পিলে পানক্ষেত পুড়ে ভষ্মিভূত হয়। গতকাল বুধবার ভোররাতে উপজেলার বেগুনবাড়িয়া মাঠে এমন অমানবিক ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বেগুনবাড়িয়া গ্রামের খেদআলীর ছেলে সান্টু’র বেগুনবাড়িয়া মাঠে একবিঘা জমিতে ১০০ পিলে পানের বরজ রয়েছে। গতকাল ভোররাতে শক্রতামূলকভাবে কে বা কারা ওই পানবরজে আগুন জ্বালিয়ে দেয়। এসময় মাঠের লোকজন পানক্ষেতে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ হলে ওই কৃষকের ৪০পিলে পানক্ষেত পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
Leave a Reply