দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে এক কৃষকের ৪বিঘা জমির লেবু গাছ কেটে দিয়েছে দূবৃর্ত্তরা। সোমবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামে নজরুল ইসলাম নামে ওই কৃষকের জমিতে লাগানো লেবু গাছ কেটে দেয় তারা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক গতকাল মঙ্গলবার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানাযায়, ফারাকপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম তার ৪ বিঘা জমিতে কয়েক বছর আগে লেবু গাছ রোপন করেন। সোমবার রাতে পূর্ব শক্রতার জের ধরে দূবৃর্ত্তরা জমিতে লাগানো শতাধিক লেবু গাছ কেটে ভূমিষ্মাৎ করে রাখে। গতকাল সকালে নজরুল ইসলাম জমিতে গিয়ে সব লেবু গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে হতবিহ্বল হয়ে পড়েন। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।