দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে গাঁজাসহ মিন্টু ওরফে মন্টু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার মহিষকুন্ডি এলাকা থেকে তাকে ১ কেজি গাঁজাসহ আটক করে দৌলতপুর থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী মন্টু মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার ফিট্টু আলীর ছেলে। দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ মহিষকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজা সহ মাদক ব্যবসায় মন্টুকে আটক করে। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।