দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলা বাজারের ক্ষুদ্র চা ব্যবসায়ীদের হাতে হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এসময় দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান উপস্থিত ছিলেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে, তাই ক্ষুদ্র চা ব্যবসায়ীদেরকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। লকডাউন চলাকালে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেনা বিধায় এ খাবার দিয়ে তারা যেন এক সপ্তাহ চলতে পারে। দৌলতপুর উপজেলা বাজারের ২২জন চা ব্যবসায়ীদের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে ক্ষুদ্র চা বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।