বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা জাকির হোসেন হত্যা মামলার ৪জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রবিবার দুপুর ২.১০টায় কুষ্টিয়া সদর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩জন এজাহার নামীয় এবং ১জন সন্ধিগ্ধ আসামি রয়েছেন। র্যাব সূত্র জানায়, গত ২মে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পরদিন ৩মে দৌলতপুর থানায় ১৬জনের নাম উল্লেখসহ ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১২। মামলার সূত্র ধরে র্যাবের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে আভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে অভিযান চালায়। এসময় হত্যা মামলার ৩ জন এজাহার নামীয় আসামি শাহাপুর গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে মো. লালু (৪৫) ও তার দুই ছেলে মো. রাসেল (২৫) এবং সন্ধিগ্ধ আসামি সোহেল রানা (২৪) সহ এজাহার নামীয় অপর আসামি পার্শ্ববতী কল্যাণপুর গ্রামের ছলিম মন্ডলের ছেলে মো. ফারুক হোসেন (৩৬) কে গ্রেফতার করে। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় সোপর্দ করে র্যাব।
You cannot copy content of this page
Leave a Reply