দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) অনুর্ধ্ব-১৭ এর প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান মুকুল সরকার, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সেলিম চৌধুরী, আড়িয়া ইউপি চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, আদাবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাকী, পিয়ারপুর ইউািপ চেয়ারম্যান বুলবুল আহমেদ, দৌলতপুর থানার ওসি (তদন্ত), দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহম্মদ আবু সালেক, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, দৌলতপুর কলেজের ক্রীড়া শিক্ষক মো. আবুল হোসেন, দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন ও দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় আগামী ১০জুন সকাল ৯টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করার সিদ্ধান্ত হয়। এ লক্ষে উপজেলার ১৪ ইউনিয়নের ১৪টি দলের গ্রুফ লটারীর মাধ্যমে বাছাই করা হয়। সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৫জুনের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদানসহ টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।