দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ২০২১-২২ অর্থবছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত দানা জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২.৩০টায় উপজেলার পার্শ্ববর্তী সাদীপুর মাঠে ভূট্টা ফসলের ওপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিকের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হদয়েশ্বর দত্ত। দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে বক্তব্য রাখেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কৃষক হজমদ্দিনসহ স্থানীয় কৃষকগন ও সুধীজন।
Leave a Reply