দৌলতপুর প্রতিনিধি ॥ ‘পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে আগামী ৫ জুন শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী বা মেলা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দৌলতপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমপর্ব উদ্বোধন অনুষ্ঠান সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করবেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি থাকবেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভাপতিত্ব করবেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করছে। দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দিবেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সভাপতিত্ব করবেন দৌলতপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক।
You cannot copy content of this page
Leave a Reply