দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল ওরফে নাড়– হাজী (৫০) আহত হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হোসেনাবাদ এলাকায় হামলা ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মথুরাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ওরফে নাড়– হাজী নির্বাচনী গণসংযোগ করার সময় আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সরদার হাসিম উদ্দিন হাসুর সমর্থকরা তার ওপর হামলা চালায়। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল নাড়– হাজীসহ উভয় পক্ষের অন্তত ৩জন আহত হোন। আহতদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম শফিক জানান, হোসেনাবাদ বাজারে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক প্রার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ওসি স্যার গিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় দুইপক্ষের মামলা নেওয়া হবে।
Leave a Reply