দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে গাজা, ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মথুরাপুর দর্গাপাড়া এলাকা থেকে মাদক ও মোটরসাইকেল উদ্ধার হয়। দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে গতকাল শনিবার সকাল ৮ টার দিকে তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মথুরাপুর দর্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী মথুরাপুর শেখপাড়ার মৃত নিলু ওরফে নজরুল মন্ডলের ছেলে মেহেদী হাসান (৩৩) ও তার ছোট ভাই মাসুদ (২৮) ১টি টিভিএস ১৬০ সিসি এ্যাপাচি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানান, মাদক কারবারী মেহেদী হাসান ও তার ছোট ভাই মাসুদকে আটক করতে না পারলেও সেখান থেকে ৪ কেজি গাঁজা, ৪০ বোতল ফেন্সিডিলসহ ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়ের করা হয়েছে যার নং-৫৫।
You cannot copy content of this page
Leave a Reply