1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

দৌলতপুরে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

 

দৌলতপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন ও সুস্থ রাখতে কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে গ্রামে গ্রামে করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে গতকাল রবিবার সকালে মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালরেয়র প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া এবং দক্ষিন ফিলিপনগর মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুল ইসলাম এর সমন্বয়ে ইউনিয়নের ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিয়ে গঠিত শিক্ষা পরিবার মাসব্যাপী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেন। এ কার্যক্রমে ওই ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতনের একটি অংশ করোনা মহামারী সংকটে প্রতিরোধ মূলক প্রচারনা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনে ব্যয় করা হবে। প্রাথমিক শিক্ষা পরিবারের সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম জানান, সারাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করছে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা পরিবার। একই সাথে সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, আমরা সবসময় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম করে যাচ্ছি। এই সংগঠনটি এখন ফিলিপনগর ইউনিয়ন পর্যায়ে কাজ করছে, আগামীতে দৌলতপুর উপজেলা সহ বিভিন্ন স্থানে তাদের এ কর্মসূচি পরিচালনা করবে বলে তিনি উলে¬খ করেন। উলে¬খ্য, গত ৩ জুলাই কুষ্টিয়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত ‘করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরিধান নিশ্চিতকরণে শিক্ষকবৃন্দকে সম্পৃক্তকরণ প্রসঙ্গে’ শিরোনামে একটি আদেশ জারির প্রেক্ষিতে দৌলতপুর উপজেলার প্রাথমিক সহকারী উপ-শিক্ষা অফিসার সাইফুল ইসলামকে উপদেষ্টা করে ১৮ সদস্য বিশিষ্ট প্রাথমিক শিক্ষা পরিবার কমিটি গঠন করা হয়। এরপর এ সংগঠনের ব্যানারে এলাকার বিভিন্ন মসজিদ ও সাধারন মানুষের মাঝে করোনা ভাইরাস স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ৩ হাজার মাস্ক, ২’শ সাবান ও ১৫০টি হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। করোনার প্রকোপ যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চলবে বলে জানান সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com