দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে তা অবৈধ ইটভাটায় সরবরাহের অপরাধে মজনুর রহমান (৪০) নামে একজনের ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে এ দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত মজনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের কাপড়পোড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মজনুর রহমান ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে অবৈধ ইটভাটায় সরবরাহ করছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাপড়পোড়া গ্রামে অভিযান চালায়। এসময় মজনুর রহমানকে আটক করে তাকে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। উল্লেখ্য, দৌলতপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে তা অবৈধ সব বিভিন্ন ইটভাটায় বিক্রয় ও সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে একটি চক্র। এতে ফসলি জমি হ্রাস পাওয়ার পাশাপাশি এলাকার সড়কগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তাই ফসলি জমির মাটি কাটা বন্ধসহ অবৈধ সব ইটভাটায় সরবরাহ নিষিদ্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।